যেকোনো আন্দোলনে যুগে যুগে নারীর অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। নারীরা আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন এবং আন্দোলনের পথ সহজ নয় জেনেও তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। তেমনই এক নারী কমলা ভট্টাচার্য, যিনি বাংলা ভাষায় কথা বলার অধিকার রক্ষার্থে প্রাণ দিয়েছিলেন।